রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রাণঘাতী করোনাভাইরাসে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালটিতে করোনার উপসর্গে নিয়ে মারা গেছেন আরেকজন।
Advertisement
শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতের বিভিন্ন সময় চিকিৎসাধীন অবস্থায় এ তিনজনের মৃত্যু হয়।
এরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টিকারপাড়া এলাকার কাজী আতাউর রহমান (৫৩), পাবনার ঈশ্বরদী উপজেলার রহিমপুর এলাকার জোহরা খাতুন (৭০) এবং রাজশাহী নগরীর বাসিন্দা আবদুস সাত্তর খান (৭৩)।
এদের মধ্যে করোনা শনাক্তের আগেই মারা গেছেন বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত প্রকৌশলী আবদুস সাত্তর খান।
Advertisement
রামেক হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ৫ জুলাই আতাউর রহমানের করোনা ধরা পড়ে। জোহরা খাতুনের করোনা শনাক্ত হয় শুক্রবার (১৭ জুলাই)। এ দু’জনই করোনা নিয়ে রামেক হাসপাতালে আসেন।
তবে করোনার উপসর্গ নিয়ে শনিবার রামেক হাসপাতালে আসেন আবদুস সাত্তার খান। আসার পরই তার করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু প্রতিবেদন পাওয়ার আগেই তিনি যারা যান।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তিনজনই শনিবার রাতে মারা গেছেন। রোববার (১৯ জুলাই) সকালে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা মরদেহ নিয়ে গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফন করা হবে।
এফআর/পিআর
Advertisement