চাঁদপুরের হাজীগঞ্জে ৪৩ দিনের ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একই পরিবারের তিন জন। তারা হলেন, আবুল কাশেম মিয়া (৭৫), তার ছেলে আব্দুল আউয়াল (৪৮) ও আউয়ালের বড় বোন কামরুননাহার (৫০)।
Advertisement
স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয়রা জানান, ৪ জুন হাজীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল হাজীগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের আউয়াল করোনা পরীক্ষার নমুনা দেয়ার পরদিন ৫ জুন মারা যান। ১২ জুন সকাল ৯টায় তার বাবা আবুল কাশেম মিয়া করোনা উপসর্গে মৃত্যুবরণ করেন। পরে তাদের রিপোর্ট পজিটিভ আসে।
গত ১৪ জুলাই আবদুল আউয়ালের বড় বোন কামরুননাহার করোনা উপসর্গ নিয়ে মারা যান। ১৮ জুলাই তার রিপোর্টও করোনা পজিটিভ আসে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম শোয়েব আহমেদ চিশতী জানান, ১৮ জুলাই পর্যন্ত হাজীগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪১ জন। এর মধ্যে মারা গেছেন ১৭ জন। সুস্থ হয়েছেন ৬০ জন।
Advertisement
এফএ/পিআর