করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গে এক ঘণ্টার ব্যবধানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
Advertisement
মৃতরা হলেন- সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার বাসিন্দা নজরুল ইসলাম (৭৫) ও অন্যজন যশোর জেলার শার্শা উপজেলার বাসিন্দা (৬০)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস মণ্ডল বলেন, গত মঙ্গলবার নজরুল ইসলামকে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। ওই দিনই তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। বৃহস্পতিবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। শুক্রবার থেকে তার অবস্থার অবনতি হয়। তাকে আইসিইউতে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
ডা. মানস মণ্ডল আরও বলেন, জ্বর ও সর্দি-কাশি নিয়ে যশোরের শার্শা উজেলার এক বাসিন্দাকে শনিবার ভোর ৫টার দিকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনিও মারা যান। পরে পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
Advertisement
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত বলেন, স্বাস্থ্যবিধি মেনে উভয়ের মরদেহ দাফন করতে বলা হয়েছে। এছাড়া মৃতদের বাড়ি লকডাউন করতে নির্দেশ দেয়া হয়েছে।
আকরামুল ইসলাম/এএম/জেআইএম