আন্তর্জাতিক

ইরানে আড়াই কোটি মানুষ করোনায় আক্রান্ত: রুহানি

সরকারি হিসাবে এখন পর্যন্ত ইরানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই লাখের কিছু বেশি হলেও দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন, সেখানে মোট আক্রান্তের সংখ্যা অন্তত আড়াই কোটি। আরও সাড়ে তিন কোটি মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলেও জানিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি ভুক্তভোগী ইরান। সরকারি হিসাবমতে, আট কোটি জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৪৪০ জন। প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ হাজার ৭৯১ জন।

Advertisement

শনিবার টেলিভিশনের এক ভাষণে ইরানি প্রেসিডেন্ট জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন হিসাবমতে, দেশটিতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন আড়াই কোটি মানুষ। মারা গেছেন প্রায় ১৪ হাজার।

এখনও সংক্রমণের শঙ্কা রয়েছে জানিয়ে রুহানি বলেন, ‘দুই লাখেরও বেশি রোগী হাসপাতালে চিকিৎসাধীন। আরও তিন থেকে সাড়ে তিন কোটি মানুষ আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।’

তবে, মৃতের সংখ্যা ঠিক থাকলেও আক্রান্তের সংখ্যার হিসাবে এত বিশাল অমিল কেন, এ বিষয়ে কিছু জানাননি ইরানের প্রেসিডেন্ট।

Advertisement

সূত্র: রয়টার্স

কেএএ/এমকেএইচ