মাত্র ১০ বছর বয়সে ‘বাজার’ ছবিতে শিশু চরিত্র দিয়ে বলিউডে যাত্রা করেন নন্দিত অভিনেত্রী টাবু। এরপর নিজেকে তিনি নিয়ে গেছেন অভিনয়ের অনন্যতায়। তামিল, তেলেগু, হিন্দি, বাংলা ভাষার পাশাপাশি তার অভিনয় মুগ্ধতা ছড়িয়েছে হলিউডের সিনেমাতেও। অস্কার জয়ী ছবিতেও কাজ করেছেন তিনি।
Advertisement
‘মাচিস’ এবং ‘চাঁদনি বার’র জন্য পেয়েছেন দুইটি জাতীয় পুরস্কার। ২০১১ সালে ভারতের ‘পদ্মশ্রী’ পুরস্কারেও ভূষিত হন তিনি।
গ্ল্যামার ও সৌন্দর্য দিয়ে এক সময় ইন্ডাস্ট্রি মাতানো টাবুর বয়স এখন ৪৮। আগের মতো নিয়মিত নন অভিনয়ে। তবে পর্দায় তার উপস্থিতি আজও দর্শককে মোহিত করে রাখে। সম্প্রতি টাবু কাজ করেছেন একটি ওয়েব সিরিজে, প্রথমবারের মতো। সেখানে তিনি অভিনয় করেছেন ২৪ বছরের ঈশান খট্টরের বিপরীতে।
যার বলিউডে অভিষেক হয়েছে গেল বছর জাহ্নবী কাপুরের বিপরীতে। সেই ঈশানের বিপরীতেই এবার উদ্দাম প্রেমে মজেছেন টাবু। স্বাধীনতার পরবর্তী প্রেক্ষাপটে চারটি পরিবারের গল্প নিয়ে সম্প্রতি মুক্তি পেয়েছে মীরা নায়ারের নতুন ওয়েব সিরিজ ‘এ সুইটেবল বয়’র ট্রেলার। দুই অসম বয়সীর সম্পর্ক নিয়েই এই ছবি। ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’-এ ট্রেলার মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছবির নায়ক-নায়িকা টাবু আর ঈশান। নবীন অভিনেতা ঈশান খট্টর তার নিজের টুইটার হ্যান্ডেলে এই খবর শেয়ার করে লিখেছেন, ‘ভালোবাসা কোনো সীমা মানে না!’
Advertisement
শিগগিরই নেটফ্লিক্সে প্রকাশ পাবে ‘এ সুইটেবল বয়’। বিক্রম শেঠের জনপ্রিয় উপন্যাস ‘এ সুইটেবল বয়’ অবলম্বনে তৈরি এই বিবিসি টেলিভিশন সিরিজটির চিত্রনাট্য লিখেছেন অ্যান্ড্রু ডেভিস।
এলএ/এমকেএইচ