ঈদুল আজহার কমপক্ষে সাত দিন পূর্বে হোটেল-রেস্তোরাঁ শ্রমিক-কর্মচারীসহ পর্যটন শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্যুরিজম অ্যান্ড হোটেলস ওয়ার্কার্স-এমপ্লয়িজ ফেডারেশন।
Advertisement
শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ ট্যুরিজম অ্যান্ড হোটেলস ওয়ার্কার্স-এমপ্লয়িজ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক রাশেদুর রহমান ও সদস্য সচিব আহসান হাবিব বুলবুল এক বিবৃতিতে এ দাবি জানান। পাশাপাশি করোনায় কর্মহীন পর্যটন শ্রমিকদের প্রতিশ্রুত নগদ সহায়তা ও ত্রাণ সহায়তা প্রদানের আবেদনও জানানো হয়।
তারা বলেন, করোনাকালীন সময়ে আমরা ঠিকমতো বেতন না পেয়ে অসহায় অবস্থার মধ্যে দিয়ে জীবন-যাপন করছি। আমাদের এমন কষ্টের জীবনে এই অবস্থায় আমারা কাউকে পাশে পাচ্ছি না। সামনে ঈদ আসছে কিন্তু আমাদের কোনো গতি হচ্ছে না। তাই আমাদের দিকে তাকিয়ে ঈদুল আজহার কমপক্ষে ৭ দিন পূর্বে হোটেল-রেস্তোরাঁ শ্রমিক-কর্মচারীসহ পর্যটন শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ, ছাঁটাই ও বেতন কর্তন বন্ধ করার দাবি জানাচ্ছি। পাশাপাশি করোনাকালে পর্যটন খাতের সকল শ্রমিকদের কাজ ও ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং করোনায় কর্মহীন পর্যটন শ্রমিকদের প্রতিশ্রুত নগদ সহায়তা ও ত্রাণ সহায়তা প্রদান করার আবেদনও জানাই।
তারা আরও বলেন, এই অবস্থায় বাধ্য হয়ে আমাদের দাবি নিয়ে আগামীকাল ১৯ জুলাই সকাল ১১টায় আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন পালন করব। আশা করছি, সংশ্লিষ্টরা আমাদের দাবি মেনে নিয়ে আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করবেন। সেই সঙ্গে আমাদের কর্মসূচি সফল করার জন্য সংগঠনের ঢাকায় অবস্থানকারী সকল পর্যায়ের নেতাকর্মীর প্রতি আহ্বান জানাই।
Advertisement
এএস/এফআর/এমএস