দেশজুড়ে

সিরাজগঞ্জের এসপি সপরিবারে করোনায় আক্রান্ত

সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) হাসিবুল আলম সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকালে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

পুলিশ সুপার জানান, শুক্রবার (১৭ জুলাই) বিকেলে নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ এসেছে। তার স্ত্রী ও একমাত্র মেয়েও করোনায় আক্রান্ত। তিনি দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

এদিকে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, চিকিৎসক, পুলিশ, আইনজীবী, ব্যাংকার, পোস্টাল স্টাফ, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবীসহ জেলায় এ পর্যন্ত এক হাজার ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১০ জন মারা গেছেন।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস

Advertisement