জাতীয়

করোনায় মারা গেলেন আরও এক আনসার সদস্য

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য জিয়াউল হক। এ নিয়ে এক কর্মকর্তাসহ করোনায় পাঁচ আনসার সদস্য মারা গেলেন।

Advertisement

জিয়াউল হক ৩ আনসার ব্যাটালিয়ন ছোটমেরুং, দীঘিনালা, খাগড়াছড়িতে কর্মরত ছিলেন।

বুধবার (১৫ জুলাই) হঠাৎ অসুস্থ হলে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে ১৬ জুলাই করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পরবর্তীতে তার স্যাম্পল পরীক্ষাগারে পাঠানো হয় এবং আজ রিপোর্ট পজেটিভ আসে।

Advertisement

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন বলেন, জিয়াউল হক ২০১৫ সালে ব্যাটালিয়ন আনসার হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ২৬ বছর।

জিয়াউল হকের পিতার নাম আব্দুল হক এবং তার বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্বপুর উপজেলার শক্তিয়ারখলা গ্রামে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক মো. সামছুল আলম ব্যাটালিয়ন আনসার মরহুম জিয়াউল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মহাপরিচালকের নির্দেশে সরকারি নির্দেশনা মেনে মরহুম জিয়াউল হককে তার গ্রামের বাড়িতে দাফনের ব্যবস্থা করা হয়।

জেইউ/এএইচ

Advertisement