গণমাধ্যম

করোনায় ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বার্তা সম্পাদকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশিষ্ট সাংবাদিক, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বার্তা সম্পাদক আবদুল্লাহ এম হাসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

Advertisement

শুক্রবার (১৭ জুলাই) ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

পত্রিকাটির সিনিয়র সাংবাদিক রেজাউল শিপন জাগো নিউজ কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘করোনা আক্রান্ত হওয়ার পর তিনি বাসা থেকে চিকিৎসা নিচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।’

Advertisement

এইচএস/এফআর/পিআর