আন্তর্জাতিক

ফিলিস্তিনে সৌদির দুই টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ

হামাসের সামরিক শাখা নিয়ে বিভ্রান্তিমূলক প্রতিবেদন প্রকাশের অভিযোগে ফিলিস্তিনের গাজায় সৌদি আরবের দুটি টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। টিভি চ্যানেল দু’টি হলো- আল-আরাবিয়া ও আল-হাদাস।

Advertisement

ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড সংক্রান্ত বিভ্রান্তিমূলক খবর প্রচারের পর এ সিদ্ধান্ত নিয়েছে গাজার হামাস সরকার।

এর আগে সৌদির টিভি চ্যানেল আল-আরাবিয়া ও আল-হাদাস তাদের এক প্রতিবেদনে বলেছে, হামাসের সামরিক শাখার ১৬ সদস্যকে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে আটক করেছে হামাস সরকার।

এ সংবাদ প্রচারের পর গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা প্রত্যাখ্যান করে এর প্রতিক্রিয়ায় বলেছে, সৌদি চ্যানেলগুলো মিথ্যাচার করছে। তারা এর মাধ্যমে জনমতকে বিভ্রান্ত করতে চায়। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের মধ্যে ভাঙন তৈরি এবং এর সদস্যদের মনোবল দুর্বল করতেই সৌদি চ্যানেল দু’টি এই ধরনের খবর প্রচার করেছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

প্রতিক্রিয়ায় গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এর আগেও ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌদির এই টিভি চ্যানেল দুটির বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে কাজ করার অভিযোগ তুলেছিল।

তারা আরও জানায়, সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য চেষ্টা চালাচ্ছে এবং এ লক্ষ্যে নিজেদের প্রচার মাধ্যমকেও ব্যবহার করছে।

এমএফ/পিআর

Advertisement