দেশজুড়ে

নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ আটক ৬

নোয়াখালীর সোনাইমুড়ীতে অস্ত্র, গুলি, দুটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও একটি ছিনতাই হওয়া প্রাইভেটকারসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তাদের আটক করা হয়।আটকরা হলেন, চাটখিলের শ্রীপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে পারভেজ (২২), সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বারাহিনগর গ্রামের সফি উল্যাহ বাচ্চুর ছেলে রায়হান (২২), একই উপজেলার সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে মাহমুদুল হাসান সৈকত (২৪) ও ফারুক আহম্মেদের ছেলে ইয়াছিন আরাফাত আনু (২০) এবং গাড়ী ছিনতাই চক্রের সদস্য পিরোজপুরের মঠবাড়িয়ার ঘোরের টেকের মাওলানা আবদুর রাজ্জাকের ছেলে রোম্মান হোসাইন (৩৫) ও চাঁদপুরের হাজিগঞ্জের মাহবুবুর রহমানের ছেলে হাবিব (১৮)। সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে পুলিশ উপজেলার সোনাপুর ইউনিয়নের মেড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী জিসান বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড পারভেজসহ চার সহযোগীকে দুটি নম্বরবিহীন মোটরসাইকেলসহ আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে একটি এলজি, ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, পারভেজের বিরুদ্ধে চাটখিলসহ বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। এদিকে, উপজেলার বজরা ইউনিয়নের বারাহিনগর মিস্ত্রীর বাড়ির সামনে থেকে ছিনতাই করে নিয়ে যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে চট্রগ্রামের বন্দর এলাকা থেকে পুলিশ। তিনি জানান, সোমবার ঢাকা থেকে আসা প্রাইভেটকারটি সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বারাহিনগর মিস্ত্রী বাড়ির সামনে আসা মাত্রই আগেই থেকে পিছু নেয়া একটি চক্র গাড়িটির গতিরোধ করে যাত্রী ও চালককে মারধর করে গাড়ি ছিনতাই করে নিয়ে যায়। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হলে পুলিশ গাড়িতে ফেলে রাখা যাত্রীদের একটি মোবাইল নম্বরের কল লিস্ট ধরে চট্টগ্রামের বন্দর এলাকায় অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করে। এ সময় ছিনতাই চক্রের দুই সদস্যকেও আটক করা হয়। মিজানুর রহমান/এসএস/আরআইপি

Advertisement