ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছেই। দেশটিতে ইতোমধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ পেরিয়ে গেছে। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১০ লাখ ৩ হাজার ৮৩২ জন।
Advertisement
এর মধ্যে মৃত্যু হয়েছে ২৫ হাজার ৬০২ জনের। অপরদিকে সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৩৫ হাজার ৭৫৭ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ৪৭৩টি।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৯৫৬ জন। কোভিড-১৯ সংক্রমণে নতুন করে মৃত্যু হয়েছে ৬৮৭ জনের। অপরদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ২২ হাজার ৯৪২ জন। দেশটিতে করোনা থেকে সুস্থতার হার ৬৩ দশমিক ৩৩ শতাংশ এবং মৃত্যুহার ২ দশমিক ৫৫ শতাংশ।
ভারতে করোনাভাইরাসের সংক্রমণের প্রথম থেকেই মহারাষ্ট্রে আক্রান্ত এবং মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। আর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বাণিজ্যনগরী মুম্বইতে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, মহারাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ২৮১। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ হাজার ১৯৪ জনের। সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৫৮ হাজার ১৪০ জন। মহারাষ্ট্রে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৯৪৭টি।
Advertisement
ভারতে করোনার সংক্রমণে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। সেখানে করোনায় আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ৫৬ হাজার ৩৬৯ জন। করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ২৩৬ জনের। করোনা থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭ হাজার ৪১৬ জন। তামিলনাড়ুতে করোনার অ্যাকটিভ কেস ৪৬ হাজার ৭১৭ টি।
তৃতীয় স্থানে রয়েছে রাজধানী শহর দিল্লি। সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৬৪৫। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৪৫ জনের। সুস্থ হয়ে উঠেছে ৯৭ হাজার ৬৯৩ জন। দিল্লিতে করোনার অ্যাকটিভ কেস ১৭ হাজার ৪০৭ টি।
এদিকে গুজরাটে করোনায় আক্রান্ত হয়েছে ৪৫ হাজার ৪৮১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ হাজারের বেশি। সুস্থ হয়েছে ৩২ হাজার ১০৩ জন।
অপরদিকে উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত হয়েছে ৪৩ হাজার ৪৪১ জন। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে এক হাজারের বেশি মানুষের। সুস্থ হয়ে উঠেছে ২৬ হাজার ৬৭৫ জন।
Advertisement
টিটিএন/এমএস