আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বেকার আরও ১৩ লাখ মানুষ

গত ৩১ ডিসেম্বর চীনে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকেই সারাবিশ্বে তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস। করোনার কারণে বিশ্ব অর্থনীতিতে ধস নেমেছে। তার প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রেও।

Advertisement

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আর কোনো দেশ যুক্তরাষ্ট্রের ধারে-কাছেও নেই। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতেই করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

দেশটির অর্থনীতিতেও ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। গত কয়েক মাসে লাখ লাখ মানুষ দেশটিতে বেকার ভাতার জন্য আবেদন করেছে।

এদিকে, গত সপ্তাহে নতুন করে আরও ১৩ লাখ মানুষ বেকার ভাতার জন্য আবেদন করেছে। দেশটির শ্রম অধিদফতরের এ তথ্য নিশ্চিত করেছে। তবে আগের সপ্তাহ থেকে এই সংখ্যা কিছুটা কমেছে।

Advertisement

করোনা মহামারি পরিস্থিতি শুরুর পর থেকেই দেশটিতে বেকার ভাতার আবেদন বাড়তে শুরু করেছে। বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় লাখ লাখ মানুষ কাজ হারাচ্ছে।

ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক ও অর্থনৈতিক বিধিনিষেধ আরোপের ফলে যুক্তরাষ্ট্রে বেকারত্ব বেড়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে লকডাউন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ হয়েছে। অনেক অঙ্গরাজ্যে বিধিনিষেধ শিথিল করা হয়েছে যেন অর্থনীতি পুনরায় সচল হতে পারে।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ৯৫ হাজার ২৫। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৪১ হাজার ১১৮ জন।

তবে দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৬ লাখ ৭৯ হাজার ৬৩৩ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১৮ লাখ ৭৪ হাজার ২৭৪টি। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৬ হাজার ৪৫২ জন।

Advertisement

টিটিএন/এমএস