করোনার প্রাদুর্ভাব ও তুরস্ক সরকারের নিষেধাজ্ঞার কারণে প্রায় চার মাস বন্ধ থাকার পর ফ্লাইট চালু করল টার্কিশ এয়ারলাইন্স।
Advertisement
শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের টিকে-৭১৩ নম্বর ফ্লাইটটি তুরষ্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকার বিমানবন্দর ছেড়ে যায়। এর আগে ইস্তাম্বুল থেকে ফ্লাইটটি শুক্রবার মধ্যরাতে ঢাকা পৌঁছায়।
টার্কিশ এয়ারলাইন্সের বাংলাদেশের সেলস অ্যান্ড ট্রাফিক অফিসার এজাজ কাদরি ফ্লাইট চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা থেকে রোববার, মঙ্গলবার ও শুক্রবার ৩ দিন ফ্লাইট তুরস্ক যাবে। তবে ফ্লাইট ওঠার আগের করোনা নেগেটিভ সার্টিফিকেট নেয়ার জন্য উৎসাহিত করছে এয়ারলাইন্সটি।
Advertisement
এর আগে ৩ জুলাই থেকে ফ্লাইট চালুর ঘোষণা দিলেও তুরস্ক সরকারের বিধিনিষেধের কারণে ২ দফায় ১৫ জুলাই পর্যন্ত ফ্লাইট স্থগিত করেছিল টার্কিশ এয়ারলাইন্স।
এআর/এনএফ/এমএস