করোনায় জীবন উৎসর্গ করেছেন আক্রান্ত আনসার বাহিনীর সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মিজানুর রহমান। গত ১১ জুলাই করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন তিনি। তার করোনার নমুনা সংগ্রহের করে পরীক্ষাগারে পাঠানো হয় এবং আজ ১৬ জুলাই রিপোর্ট পজেটিভ আসে। এই নিয়ে করোনায় মারা গেলেন ৪ আনসার।
Advertisement
বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন বলেন, সহকারী জেলা কমান্ড্যান্ট মরহুম মোহাম্মদ মিজানুর রহমান ২০০৫ সালের ১০ নভেম্বর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সার্কেল অ্যাডজুট্যান্ট পদে যোগদান করেন।
২০১৯ সালের ১৯ আগস্ট তিনি সহকারী পরিচালক পদে পদোন্নতি পান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৪৫ বছর।
তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুবরণকারী সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মিজানুর রহমান এর বাবা মৃত হেলালুর রহমান এবং তার বাড়ি বরিশাল জেলার কোতয়ালী থানার বাঘিয়া গ্রামে। মৃত্যুর আগে মরহুম মিজানুর রহমান অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
Advertisement
মৃত্যুর পূর্বে তিনি বাগেরহাট জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ সহকারী জেলা কমান্ড্যান্ট মরহুম মিজানুর রহমান এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
তিনি বলেছেন, এ বাহিনী একজন চৌকস কর্মকর্তা হারালো। মহাপরিচালক এর নির্দেশে সরকারি নির্দেশনা অনুসরণ করে মরহুম মোহাম্মদ মিজানুর রহমানকে তার গ্রামের বাড়ি বরিশালে দাফন করা হয়। মহাপরিচালকের পক্ষে বরিশাল জেলার জেলা কমান্ড্যান্ট সৈয়দ ইফতেহার আলী স্বাস্থ্য অধিদফতরের জারিকৃত প্রটোকল অনুযায়ী মরহুম মিজানুর রহমান এর দাফন কাজ সম্পন্ন করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ জুলাই) পর্যন্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৮৮৩ জন, সুস্থ ৪৮১ জন।
জেইউ/এসএইচএস/জেআইএম
Advertisement