দেশীয় নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় প্লাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)। প্রতিষ্ঠানটির বর্তমান গ্রুপের সদস্য প্রায় পাঁচ লাখ। এর বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি।
Advertisement
জানা যায়, উই’র চার লাখ সদস্য পূর্তির দিন গ্রুপে লাইভে আসেন আইসিটি প্রতিমন্ত্রী, সংগঠনের সভাপতি নাছিমা আক্তার নিশা ও উপদেষ্টা রাজিব আহমেদ।
নাছিমা আক্তার নিশা জানান, সংগঠনটি আগামী ১২ মাস ১২ জন আন্তর্জাতিক প্রশিক্ষককে আমন্ত্রণ জানাবে। আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘Entrepreneurs MasterClass’। যা উই’র সিরিজ ওয়ার্কশপ হিসেবে চলবে। উই’র আরেক উপদেষ্টা সৌম্য বসুর এ ট্রেনিং মডেল বিশ্বে ব্যাপক জনপ্রিয়।
তিনি জানান, আগামী ১৮ জুলাই সকালে সেশন নেবেন পেপারদিন ইউনিভার্সিটির বিজনেস স্কুলের এন্টারপ্রিনিয়রশিপ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর, আর্লি এক্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ল্যারি কক্স পিএইচ.ডি।
Advertisement
সেদিন ১২টায় যুক্ত হবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। তিনি আয়োজনের উদ্বোধন ঘোষণার পর ল্যারি কক্সের সেশনটি বাংলায় প্রচারিত হবে উই’র গ্রুপে। সেখানে সেশন নেবেন থটের চেয়ারম্যান মাহবুবুল আলম।
আয়োজনটি প্রতিমাসে একবার উই’র আয়োজনে আইসিটি মন্ত্রণালয়ের সহায়তায় অনুষ্ঠিত হবে।
এসইউ/এএ/জেআইএম
Advertisement