খেলাধুলা

দ্বিতীয় টেস্টেও হাঁটু গেঁড়ে প্রতিবাদ ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনকে সমর্থন জানিয়ে সাউদাম্পটনে সিরিজের প্রথম টেস্ট শুরুর আগে মাঠে হাঁটু গেঁড়ে বসেছিলেন ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড়রা। ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় টেস্টের আগেও একইভাবে হাঁটু গেঁড়ে প্রতিবাদ জানালেন তারা।

Advertisement

পুলিশের হাঁটুর চাপায় নির্মমভাবে মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড মারা যাওয়ার পর থেকেই কৃষ্ণাঙ্গদের ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন শ্বেতাঙ্গরাও।

ওল্ড ট্রাফোর্ডে সিরিজের দ্বিতীয় টেস্টে বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব হয়। বৃষ্টি বন্ধ হলে টস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। খুব দেখেশুনে শুরু করেছে স্বাগতিকরা। ৮ ওভার শেষে তাদের রান বিনা উইকেটে ১৩।

এই টেস্টে ইংল্যান্ড দলের নেতৃত্বে ফিরেছেন নিয়মিত অধিনায়ক জো রুট। দ্বিতীয়বার বাবা হয়েছেন বলে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি। ইংলিশ দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড আর অলরাউন্ডার স্যাম কুরানও।

Advertisement

প্রসঙ্গত, সিরিজের প্রথম টেস্টে দারুণ এক জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৪ উইকেটের ওই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে জেসন হোল্ডারের দল। এমএমআর/এমকেএইচ