জাতীয়

করোনা ও মানসিক স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য অধিদফতরে সভা

করোনাভাইরাস ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য অধিদফতরে। বৃহস্পতিবার (১৬ জুলাই) অধিদফতরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের উদ্যোগে ‘ওরিয়েন্টশন প্রোগ্রাম অন মেন্টাল হেলথ অ্যান্ড কোভিড-১৯’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের (এনসিডিসি) পরিচালক ডা. হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনলাইনে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা যুক্ত ছিলেন। এছাড়াও কোভিড-১৯ ও মানসিক স্বাস্থ্যবিষয়ক কমিটির উপদেষ্টা ও সদস্যরা অনলাইনে অংশগ্রহণ করেন।

সভার শুরুতে এনসিডিসি পরিচালক ডা. হাবিবুর রহমান কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এনসিডিসি প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. রিজওয়ানুল করিম করোনাসহ সার্বিক মানসিক স্বাস্থ্যের গুরুত্বসহ বাংলাদেশের মানসিক স্বাস্থ্যের অগ্রগতি তুলে ধরেন।

Advertisement

অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ। তিনি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিষ্ঠানের কর্মীদের মনোবল ধরে রাখা ও মানসিক চাপ মোকাবিলায় দিকনির্দেশনামূলক উপদেশ প্রদান করেন।

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট সবসময় সেবা দিতে প্রস্তুত। প্রয়োজনে টেলিমেডিসিন সার্ভিসের মাধ্যমে ঢাকার বাইরে থেকে সেবা নেয়ার সুযোগ রয়েছে।

মুক্ত আলোচনায় বিভাগীয় পরিচালক, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা অংশগ্রহণ করেন। স্বাস্থ্যসেবাকর্মীদের মনোবল ধরে রাখার জন্য এই উদ্যোগের প্রশংসা করেন তারা। এছাড়াও কোভিড-১৯ ও মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক কমিটির উপদেষ্টা ও সদস্যরা আলোচনায় অংশ নেন।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ অংশগ্রহণকারীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি মহামারিকালে মানসিকভাবে সুস্থ থাকার ওপরও গুরুত্বারোপ করেন।

Advertisement

এমইউ/বিএ/এমকেএইচ