জাতীয়

সাহেদের গোপন কার্যালয়ে জাল টাকা, র‌্যা‌বের মামলা

রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের গোপন কার্যালয় থে‌কে জাল টাকা উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করেছে র‌্যা‌ব। র‌্যা‌ব-১ কর্মকর্তা ম‌জিবুর রহমান বা‌দী হয়ে বুধবার রাতে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন।

Advertisement

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, উত্তরা ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ৬২ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে জাল টাকা উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে সাহেদকে। এছাড়া রিজেন্টের এমডি মাসুদ পারভেজকে দুই নম্বর এবং অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন এসআই কাউসার।

এদিকে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদ এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আর সাহেদের প্রধান সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীর দ্বিতীয় দফায় সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Advertisement

এর আগে গত ৬ জুলাই রাজধানীর উত্তরা ও মিরপুরে সাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। পরদিন ৭ জুলাই রাতে উত্তরা পশ্চিম থানায় ১৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়।

এ ঘটনায় গত বুধবার (১৫ জুলাই) সাহেদকে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে হেলিকপ্টারে করে সাতক্ষীরা থেকে ঢাকায় আনা হয়।

জেইউ/বিএ/জেআইএম

Advertisement