জনপ্রিয় সংগীতশিল্পী সেলিম চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বেশ কিছুদিন। সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সুখবর হলো অবশেষে করোনায় জয় করেছেন গায়ক।
Advertisement
করোনা মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন সংগীতশিল্পী সেলিম চৌধুরী নিজেই। মঙ্গলবার রাতে করেনা জয় করে হাসপাতাল থেকে সিলেটের মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরের নিজ বাসায় ফিরেন শ্রোতাপ্রিয় এই সংগীতশিল্পী।
সেলিম চৌধুরী বলেন, ‘অসুস্থ হওয়ার পর আত্মীয়-স্বজন, অসংখ্য শুভাকাঙ্ক্ষী দোয়া করেছেন আমার জন্য। তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুস্থতার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই।’
গত ৪ জুলাই কোভিড-১৯ পরীক্ষার নমুনা দেন। ৬ জুলাই জানতে পারেন তার করোনা পজিটিভ। তারপর থেকে সিলেটে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
Advertisement
১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ‘কবিতার মতো চোখ যে তোমার’ শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশ করেন সেলিম চৌধুরী। মৌলভীবাজারের শমসেরনগরে সাংস্কৃতিক পরিবারে জন্ম নেওয়া গুণী এ শিল্পী রাধারমণ দত্ত, হাসন রাজা, শাহ আবদুল করিমের গান গেয়ে শ্রোতাদের মাঝে বিশেষ পরিচিতি পান।
১৯৯৪ সালের দিকে হুমায়ূন আহমেদে একটি নাটকে রাধারমণ দত্তের ‘আইজ পাশা খেলব রে শ্যাম’ গান গেয়ে দর্শকদের মাঝে সাড়া ফেলেন তিনি। এরপর আর পিছু তাকাতে হয়নি। হুমায়ূন আহমেদের ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন তিনি।
এমএবি/এলএ/পিআর
Advertisement