খেলাধুলা

আপিল করবে বার্সেলোনা

হাভিয়ের মাসচেরানোর লাল কার্ডের বিরুদ্ধে আপিল করবে বার্সেলোনা। আপিল করার বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা ক্লাব কর্তপক্ষ। এইবারের বিপক্ষে গত রোববার লা লিগার ম্যাচে রেফারিকে উদ্দেশ করে `আপত্তিকর` কথা বলার কারণে লাল কার্ড দেখেন বার্সেলোনার এই সেন্টার ব্যাক।  বার্সেলোনার আপিল সফলতার মুখ না দেখলে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন মাসচেরানো। সে ক্ষেত্রে আগামী মাসে অনুষ্ঠেয় হাইভোল্টেজ ‘এল ক্লাসিকো’ ম্যাচ মিস করবেন মাশ্চেরানো। বার্নাব্যুতে ২১ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১১.৩০ মিনিটে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা।এ নিয়ে বার্সা কোচ লুইস এনরিক বলেন, রেফারিকে উদ্দেশ্যে কোনো খারাপ মন্তব্য করেনি মাশ্চেরানো। সে আর্জেন্টিনার ভাষায় খুবই প্রচলিত কমেন্ট করেছিল। কিন্তু রেফারি কোনো কিছু না বুঝেই তাকে লাল কার্ড দেখায়। সিদ্ধান্তটি মোটেই ঠিক হয়নি এবং এটি প্রশ্নবিদ্ধ হয়েই থাকবে।এমআর/পিআর

Advertisement