আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে পশুর হাট না বসানোর সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
Advertisement
তাদের অভিমত, করোনাভাইরাসের সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসেনি। এছাড়া ঢাকাসহ বিভিন্ন এলাকায় জীবনযাত্রা উদ্বেগজনক।
এ অবস্থায় কমিটির পক্ষ থেকে ডিজিটাল পদ্ধতিতে পশু কেনাবেচার পরামর্শ দেয়া হয়। এছাড়া অন্যান্য জেলায় স্বাস্থ্যবিধি প্রতিপালন করার পরামর্শ প্রদান করে কমিটি।
সম্প্রতি কমিটির ১৪তম সভায় এসব অভিমত ব্যক্ত করা হয়। সভায় বিভিন্ন জেলায় যে সকল স্বাস্থ্যবিধি প্রতিপালন করার পরামর্শ প্রদান করা হয়, তা হলো-
Advertisement
কোরবানির পশুর হাট শহরের ভেতরে স্থাপন না করা, খোলা ময়দানে হাট বসানোর ব্যবস্থা করা। যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সংক্রমণ প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব।
পঞ্চাশোর্ধ্ব এবং অসুস্থদের পশুর হাটে যাওয়া থেকে বিরত রাখার ব্যবস্থা গ্রহণ করা। পশুর হাটে প্রবেশ ও বের হওয়ার পৃথক রাস্তা রাখার ব্যবস্থা করা।
হাটে আসা সকল ব্যক্তির মাস্ক পরিধান বাধ্যতামূলক করা, কোরবানির পশু বাড়িতে জবাই না করে শহরের বাইরে সিটি করপোরেশন দ্বারা নির্ধারিত স্থানে জবাই করার ব্যবস্থা করা এবং অনলাইনে অর্ডারের মাধ্যমে বাড়ির বাইরে কোরবানি দেয়া সম্ভব হলে তা করার জন্য উৎসাহিত করা।
বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব ও কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ফোকাল পয়েন্ট শামীমা নাসরিন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে এ নির্দেশনা দেন।
Advertisement
এমইউ/বিএ/পিআর