জাতীয়

করোনা : প্রসূতিদের জন্য আলাদা ইউনিট প্রস্তুতের নির্দেশ

মহামারি করোনাভাইরাসের কারণে রাজধানীসহ সারাদেশের সরকারি হাসপাতালে করোনা আক্রান্ত ও করোনা আক্রান্ত নন এমন প্রসূতি মায়েদের চিকিৎসার জন্য পৃথক ইউনিট প্রস্তুতির নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

Advertisement

করোনাভাইরাস নিয়ন্ত্রণে গঠিত কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায় গৃহীত পরামর্শ অনুসারে এ নির্দেশনা জারি হয়।

১৫ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ পার-১ অধিশাখার উপসচিব ও কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির ফোকাল পয়েন্ট শামীমা নাসরিন স্বাক্ষরিত স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে লেখা চিঠিতে পৃথক ইউনিট প্রস্তুত করার নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।

বাংলাদেশের করোনা পরিস্থিতি

Advertisement

বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। এরপর করোনোর প্রকোপ বেড়েই চলেছে। গতকালও স্বাস্থ্য অধিদফতর করোনায় আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৪৫৭ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯৩ হাজার ৫৯০ জনে। এদিকে করোনার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় গর্ভবতী নারীদের চিকিৎসা না পাওয়ার খবর এসেছে গণমাধ্যমে।

এমইউ/এনএফ/পিআর