সাহিত্য

আবু আফজাল সালেহের দুটি কবিতা

অবহেলাগুলো আগলে রাখি

Advertisement

জড়ো হওয়া অবহেলাগুলো বমি করতে চায়তোয়াক্কা করে না বাঘের হুঙ্কারসিংহের দেমাগগর্জনঅবহেলাগুলো উগরে দেবেই দেবেতোমার সবুজ পাতাগুলোয়

রক্তাক্ত মুখোশেআমি হিংসুটে, সহ্য করতে পারি না অবহেলাব্যস্ততা মানেই মুখোশমুখোশ মানেই অবহেলা

মুখোশ দেমাগ অবহেলাযক্ষের ধনের মতো আগলে রাখি

Advertisement

****

পতাকা বহন করার শক্তি দাও প্রভু

আমার বাবা বন্দুক উঁচাতেন যৌবনেবুকভরা সাহস, প্রদীপ্ত শপথেভালো থাকবেন, ভালো রাখবেন

বারুদমাখা কার্তুজে পুড়েছে দেহ বাবারনয় মাস আমাদের করেছেন স্নেহবঞ্চিতস্বদেশের টানেত্যাগ-তিতিক্ষায় একদিন বন্দুকনলে প্রজাপতিসুউচ্চ পতাকা হাতে বাবা

Advertisement

আজ বাবা পৌঢ়শুয়ে শুয়ে স্বপ্ন দেখেনপতাকা তুলে দেবেন আমাদের হাতে

পতাকা বহন করার শক্তি দাও প্রভু!

এসইউ/এমএস