টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. হানিফ মিয়া (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়। তিনি মির্জাপুর পৌরসভা এলাকার পুষ্টকামুরী গ্রামের মৃত সলিম উদ্দিনের ছেলে।
Advertisement
পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার (০৯ জুলাই) করোনার উপসর্গ দেখা দিলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নমুনা পরীক্ষার পর তার করোনা পজিটিভ আসে। অবস্থার অবনতি হয়ে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার বিকেলে তাকে দাফন করা হয়।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মালেক বলেন, এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি করোনা পজিটিভ ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে।
এসএম এরশাদ/এএম/এমকেএইচ
Advertisement