দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। আজ (১৫ জুলাই) পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৪৫৭ জনে। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৯৪০ জন ও নারী ৫১৭ জন।
Advertisement
করোনাভাইরাসে মোট মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ২২৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬৩৩ জন, রাজশাহী বিভাগে ১২৭ জন, খুলনা বিভাগে ১৩৮ জন, সিলেট বিভাগে ১১০ জন, বরিশাল বিভাগে ৮৯ জন, রংপুর বিভাগে ৮০ জন ও ময়মনসিংহ বিভাগে ৫৬ জনের মৃত্য হয়েছে।
এ পর্যন্ত মৃত্যুবরণকারী ২ হাজার ৪৫৭ জনের মধ্যে বয়স বিশ্লেষণে শতাংশের হিসাবে ১০ বছরের কম বয়সী দশমিক ৬৫ শতাংশ, ১০ বছরে বেশি ১ দশমিক ১৪ শতাংশ, ২০ বছরের বেশি ৩ দশমিক ০৯ শতাংশ, ৩০ বছরের বেশি ৭ দশমিক ০৮ শতাংশ, ৪০ বছরের বেশি ১৪ দশমিক ৪৯ শতাংশ, পঞ্চারের বেশি ২৯ দশমিক ৭১ শতাংশ এবং ৬০ বছরের বেশি ৪৩ দশমিক ৮৩ শতাংশ।
এদিকে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা ২ হাজার ৪৫৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৫৩৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৯৩ হাজার ৫৯০ জনে। করোনাভাইরাস বিষয়ে বুধবার (১৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়।
Advertisement
এমইউ/এমএসএইচ/এমএস