হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বারিক ইউসুফ (৫৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় মৃত্যুবরণ করেছেন। তিনি মৃত আলিম উল্লার ছেলে।
Advertisement
শায়েস্তাগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও সংশ্লিষ্ট ওর্য়াড়ের কাউন্সিলর মাসুদউজ্জামান মাসুক বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে ব্যবসায়ী মো. আব্দুল বারিক ইউসুফ দক্ষিণ আফ্রিকার রাজধানী ক্যাপটাউনে শ্বাসকষ্ট ও সর্দি জ্বর নিয়ে একটি হাসপাতালে ভর্তি হন। পরে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে তার করোনাভাইরাস পজিটিভ আসে।
মঙ্গলবার (১৪ জুলাই) ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনায় আক্রান্ত হওয়ায় তাকে দক্ষিণ আফ্রিকাতেই দাফন করা হবে।
Advertisement
২০০৯ সালে তিনি জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে তিনি ব্যবসা করতেন। অল্প দিনেই ব্যবসায় সফলতা পান। পরে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার নিজগাঁও গ্রামে তিনি বহুতল ভবন নির্মাণ করেন।
কামরুজ্জামান আল রিয়াদ/এফএ/জেআইএম