রাজনীতি

১৫ আগস্ট পর্যন্ত স্থগিত থাকবে বিএনপির সাংগঠনিক কার্যক্রম

আগামী ১৫ আগস্ট থেকে সাংগঠনিক কার্যক্রম শুরু করবে বিএনপি। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পুনর্গঠন প্রক্রিয়া ১৫ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল।

এই স্থগিতাদেশ আগামী ১৫ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হলো।

তবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী সকল স্তরের ইউনিট সমূহের নেতৃবৃন্দকে সংশ্লিষ্ট কমিটির সকল পর্যায়ের নেতাকর্মী ও সদস্যদের সঙ্গে মোবাইলে যোগাযোগ, ভার্চুয়াল বৈঠক ইত্যাদির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

Advertisement

কেএইচ/এমএফ/জেআইএম