আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে সৌদি বাদশাহর ফোনালাপ

সিরিয়া ইস্যুতে সৌদি বাদশাহ সালমান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সোমবারের এ ফোনালাপে দুই রাষ্ট্রনেতাই সিরিয়া সংকট নিরসনের বিষয়ে কথা বলেছেন। এ সময় সৌদি বাদশাহ রাশিয়ার সহযোগিতা চেয়েছেন বলে ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, সোমবার সৌদি বাদশাহ রুশ প্রেসিডেন্টকে ফোন করেন। তারা সিরিয়া সংকট নিরসনের সঙ্গে জড়িত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় চারদফা নিয়েও আলোচনা হয়। এর আগে শুক্রবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আজ-জুবাইর এবং তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফেরিদুন সিনিরলিওগ্লু উপস্থিত ছিলেন। ফিলিস্তিনের সাম্প্রতিক সহিংসতার বিষয়েও আলোচনা করেছেন পুতিন-সালমান। ফিলিস্তিন পরিস্থিতিতে উভয় রাষ্ট্রনেতা উদ্বেগ প্রকাশ করেছেন।এদিকে চলতি সপ্তাহে চার দেশের কূটনীতিকরা আবারো আলোচনায় বসবেন বলে বিবৃতিতে বলা হয়েছে।এসআইএস/আরআইপি

Advertisement