জাতীয়

চট্টগ্রামে করোনায় প্রাণ গেল নারী চিকিৎসকের

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডা. সুলতানা লতিফা জামান আইরিন মারা গেছেন। মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জাগো নিউজকে নিশ্চিত করেন।

Advertisement

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. আইরিন জামান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এসএম মুইজ্জুল আকবর চৌধুরীর স্ত্রী। তিনি কুমিল্লা মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ছাত্রী ছিলেন।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, ‘সকালে ডা. আইরিন জামানের মৃত্যুর যে সংবাদ ছড়িয়েছিল সেটা ভুল ছিল। তখনো তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। তবে ক্ষীণ শ্বাসপ্রশ্বাস চলছিল। পরে দুপুর ১টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটির (এফডিএসআর) হিসাব অনুযায়ী, করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত আট চিকিৎসকের মৃত্যু হয়েছে।

Advertisement

আবু আজাদ/এমএসএইচ/এমকেএইচ