দেশজুড়ে

বাল্যবিয়ে করতে এসে বরসহ ৪ জন কারাগারে

জয়পুরহাটের ক্ষেতলালে বাল্যবিয়ে করতে আসার দায়ে বর, বরের চাচা-মামা ও ঘটকসহ ৪ জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে ক্ষেতলাল উপজেলার নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এ রায় দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, কালাই উপজেলার ঝামুদপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে আজজিুল হক (৩০), একই উপজেলার বাদা উচ্চ গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে গাফফার আলী (২৮), বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার চক কানু গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে বুলু মিয়া (৪৫)।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ক্ষেতলাল উপজলোর হোপ গ্রামের এতাব আলীর স্কুল পড়ুয়া মেয়েকে পার্শ্ববর্তী কালাই উপজেলার আব্দুস সাত্তারের ছেলে শাহারুল ইসলাম (২৪) এর সঙ্গে বিয়ে দেয়া হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ ও নূর আমিন বিয়ের অনুষ্ঠানে গিয়ে বর, বরের চাচা-মামা ও ঘটকসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে এসে রাতেই তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।ক্ষেতলাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল ইসলাম জাগো নিউজকে জানান,বাল্যবিয়ের ঘটনা জানার পর দ্রুত প্রদক্ষেপ গ্রহণ করে ৪ জনকে আটক করা হলেও মেয়ের বাবা-মা পালিয়ে যায়। তবে তাদের ধরতে জোর চেষ্টা চালানো হচ্ছে।ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বাল্যবিয়ে আইনে তাদের ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। রাশেদুজ্জামান/এসএস/পিআর

Advertisement