ধাঁধা : বিয়ে বাড়িতে তিন বন্ধু সস্ত্রীক দাওয়াতে গিয়েছে। তিন বন্ধু তিন রঙের পাঞ্জাবি পরেছে - লাল, সবুজ ও নীল। তাদের স্ত্রীদের শাড়ির রঙও তিন রকমের- লাল, সবুজ ও নীল। হঠাৎ কথা প্রসঙ্গে লাল পাঞ্জাবি পরা ছেলেটি তার সবুজ শাড়ি পরা বন্ধুপত্নীকে বললো, `দেখেছো, আমরা স্বামী-স্ত্রীরা কেউই এক রঙের পোশাক পরিনি!`প্রশ্ন হলো, সবুজ শাড়ি পরা মেয়েটির স্বামীর পাঞ্জাবির রঙ কি ছিল?উত্তর : সবুজ শাড়ি পরা মেয়েটির স্বামী সবুজ পাঞ্জাবি পরা ছেলেটি নয়, কারণ একই রঙের পোশাক কোনো দম্পতিই পরেনি। সবুজ শাড়ি পরা মেয়েটির স্বামী লাল পাঞ্জাবি পরা ছেলেটিও হতে পারে না কারণ এখানে উল্লেখ আছে সে তার বন্ধুপত্নী। অতএব, সবুজ শাড়ি পরা মেয়েটির স্বামী নীল পাঞ্জাবি পরেছিল।এইচএন/পিআর
Advertisement