আন্তর্জাতিক

ভূমিকম্পে বদলে দিতে পারে ভূত্বক

বড় ধরনের ভূমিকম্প পৃথিবীর ভূত্বক বদলে দিতে পারে।এর ফলে প্রায় ৬ হাজার কিলোমিটার এলাকা কয়েক সপ্তাহের জন্য প্রয়োজনীয় চাপ সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলে। বিজ্ঞানীদের নতুন এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। খবর টাইমস অব ইন্ডিয়া।যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলোজির (এমআইটি) ভূমি, বায়ুমণ্ডল ও গ্রহবিজ্ঞান বিভাগের গবেষক দল ভূমিকম্পের প্রভাবের এই তথ্য উদঘাটন করেছেন। গবেষকদলের প্রধান লস অ্যালামস ন্যাশনাল ল্যাবরেটরির সদস্য কেভিন চাও বলেন, ভূমিকম্প পৃথিবীর ভূত্বকের মৌলিক ইলাস্টিক বৈশিষ্ট্য বদলে দিতে পারে। এর ফলে ৬ হাজার কিলোমিটার এলাকা তার স্বাভাবিক চাপগ্রহণ ক্ষমতা হারিয়ে ফেলে। বিজ্ঞানী দল ২০১২ সালে সংঘটিত উত্তর সুমাত্রা ও ভারত মহাসাগরীয় ভূমিকম্প বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হন। সম্প্রতি সায়েন্স অ্যাডভান্স জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়। চাও আরো বলেন, যখন ভারত মহাসাগরীয় এলাকায় পরপর ৫.৫ মাত্রার চেয়ে বড় দুটো ভূমিকম্প হয়, তখন পৃষ্ঠ তরঙ্গ আঘাতের বিস্তৃতি জাপানেও পৌঁছে গেছে এবং ভূত্বকের মৌলিক বৈশিষ্ট্য বদলে গেছে। সে সময় ওই দুটি ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৮.৬ ও ৫.৫।জেডএইচ/পিআর

Advertisement