জাতীয়

ঢামেকের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ছিল ১ জনের। বাকি ১১ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

Advertisement

সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ১৩ জুলাই রাত সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ১২ জনের মৃত্য হয়েছে। এদের মধ্যে ১ জন করোনা পজিটিভ ছিল। বাকি ১১ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা আক্রান্ত হয়ে প্রথম একজন করোনা রোগীর মৃত্যু হয়।

সোমবার (১৩ জুলাই) পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৩৯১ জন। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৮৯০ এবং নারী ৫০১ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৬ হাজার ৮১৪ জন।

Advertisement

করোনাভাইরাস বিষয়ে ১৩ জুলাই দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এমআরএম