বিনোদন

চলচ্চিত্রের জন্য মুখিয়ে আছেন কুসুম শিকদার

চলচ্চিত্রের জন্য মুখিয়ে আছেন প্রিয়দর্শিনী অভিনেত্রী কুসুম শিকদার। এ পর্যন্ত দুটি ছবিতে অভিনয় করেছেন তিনি। `গহীনে শব্দ` ও `লাল টিপ` শিরোনামের ওই ছবি দুটি দর্শকমহলে প্রশংসিত হয়েছে। তারই ধারাবাহিকতায় ক্যারিয়ারের তৃতীয় ছবির অপেক্ষায় আছেন তিনি। সর্বশেষ ২০১২ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পায় স্বপন আহমেদের `লাল টিপ` ছবিটি। কিন্তু গত দুই বছরেও আর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হতে না পারায় কিছুটা হতাশ তিনি।এ ব্যাপারে কুসুম শিকদার বলেন, ইতোমধ্যে বেশ কিছু ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু গল্প-স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। সত্যিকার অর্থে বর্তমানে মানসম্পন্ন ছবি পাওয়া দুরূহ হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে আমি অনেকটা হতাশার মধ্যে রয়েছি।তিনি আরো বলেন, আমি বাণিজ্যিক ছবিতে অভিনয়ের ব্যাপারে খুব একটা আগ্রহী নই। তবে সৃজনশীল ঘরানার যে কোনো ছবিতে অভিনয় করতে রাজি আছি।ছবিতে অভিনয় করতে কতটা আগ্রহী, এমন প্রশ্নের জবাবে কুসুম বলেন, সবার মতো তিনিও রুপালি পর্দায় অভিনয়ের জন্য মুখিয়ে আছেন। মানসম্পন্ন ছবির প্রস্তাব পেলে দর্শকরা আবার তাকে ছবিতে দেখতে পাবেন। বর্তমানে কুসুম শিকদার ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি তিনি নতুন একটি ধারাবাহিকের শুটিং শুরু করেছেন। তাছাড়া `নাইনটি নাইন পাতলা খান লেন` শীর্ষক ধারাবাহিকটির নিয়মিত শুটিং করছেন। পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেলে তার `সহজ সমাধান`, `বাতিঘর কত দূর`, `অনন্তযাত্রা`, `নজরবিহীন নজর আলী` শিরোনামের ধারাবাহিকগুলো নিয়মিত প্রচার হচ্ছে।খন্ড নাটকে আপনাকে কম দেখা যাচ্ছে কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ধারাবাহিকের সিডিউল আগে থেকে দিয়ে রাখায় খন্ড নাটকে সময় দিতে পারি না। তাছাড়া দেখা যায়, একটি ধারাবাহিক নাটক শেষ হতে না হতেই আরো দুটির প্রস্তাব এসে বসে আছে। এগুলোর কাজ করতে গিয়েই খ- নাটক করা হচ্ছে না। তবে খ- নাটকেও আমার অভিনয় করার আগ্রহ রয়েছে।কুসুম শিকদার গান দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। পরবর্তীকালে অনেকটা শখের বশে ফটোশেসন করে ছবিগুলো পঠিয়ে দেন `লাক্স আনন্দধারা ফটোসুন্দরী-২০০২` প্রতিযোগিতার আয়োজকদের কাছে। ওই প্রতিযোগিতায় তিনি লাক্স ফটোসুন্দরী হওয়ার গৌরব অর্জন করেন। এরপর থেকেই তার ভাগ্যের চাকা ভিন্ন দিকে মোড় নেয়। গায়িকা থেকে নায়িকা হওয়ার পথ-পরিক্রমায় দুরন্ত গতিতে এগিয়ে চলেন তিনি। `বিয়ের আংটি` শিরোনামের নাটকের মাধ্যমে তার ছোট পর্দায় অভিষেক ঘটে। এরপর আর কুসুমকে পিছু ফিরে তাকাতে হয়নি।

Advertisement