করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ফরিদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শফিক উর রহমানকে ঢাকায় আনা হচ্ছে।
Advertisement
উন্নত চিকিৎসার জন্য তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে ফরিদপুর থেকে রাজধানীতে আনা হচ্ছে। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হবে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ বুলেটিন অনুসারে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৬ হাজার ৮৯৪ জন। মারা গেছেন দুই হাজার ৩৯১ জন। সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৩১৭ জন। আক্রান্তদের মধ্যে বিপুলসংখ্যক চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী রয়েছেন। মৃতদের মধ্যেও রয়েছেন অনেক চিকিৎসক।
Advertisement
জেপি/এইচএ/পিআর