খেলাধুলা

মেসি-রোনালদোকে টপকে গেলেন ধোনি

বিশ্ব তারকার পরিমাপে মেসি-রোনালদো হয়তো অনেকটা এগিয়ে। তবে ফুটবলের এই দুই মহাতারকাকে একটা জায়গায় টপকে গেলেন ভারতীয় ক্রিকেট কুল ধোনি। ব্র্যান্ড ভ্যালুর বিচারে বিশ্বের সেরা ১০ অ্যাথলেটের তালিকায় মেসি যেখানে জায়গা-ই পাননি, ধোনি সেখানে পাঁচে জায়গা করে নিয়েছেন। আর রোনালদো আছেন তালিকার আটে।ফোর্বস সাময়িকীর এই তালিকায় থাকা রোনালদোর ব্র্যান্ড ভ্যালু ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। ৩ কোটি ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে শীর্ষে আছেন গলফ তারকা টাইগার উডস। তিনে টেনিস তারকা রজার ফেদেরারের মূল্য ২ কোটি ৭০ লাখ ডলার। আর মেসি-রোনালদোকে টপকে যাওয়া ধোনি ২ কোটি ১০ লাখ ডলার ব্র্যান্ড মূল্য নিয়ে পঞ্চম জায়গাটিতে আছেন।এছাড়া ফোর্বসেরই সবচেয়ে দামি ১০ ক্লাবের তালিকায় শীর্ষে আছে লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ। ৩০ কোটি ১০ লাখ পাউন্ড মূল্য তাদের। এখানেও পিছিয়ে মেসির ক্লাব বার্সেলোনা। তিনে থাকা ন্যু ক্যাম্পের দলটির মূল্য ২৮ কোটি ৩০ লাখ পাউন্ড। আর ম্যানচেস্টার ইউনাইটেডের ২৮ কোটি ৯০ লাখ পাউন্ড মূল্য নিয়ে আছে দুইয়ে।ফোর্বস ফ্যাব ৪০-র বিচারে সেরা দশ ব্র্যান্ড স্পোর্টসম্যান:১। টাইগার উডস (৩০ মিলিয়ন)২। ফিল মিকেলসন (২৮ মিলিয়ন)৩। লেব্রন জেমস (২৭ মিলিয়ন)৪। রজার ফেদেরার (২৭ মিলিয়ন)৫। মহেন্দ্র সিং ধোনি (২১ মিলিয়ন)৬। উসাইন বোল্ট (১৮ মিলিয়ন)৭। কেভিন ডুরান্ট (১৮ মিলিয়ন)৮। ক্রিস্টিয়ানো রোনালদো (১৬ মিলিয়ন)৯। ররি ম্যাকলরয় (১২ মিলিয়ন)১০। ফ্লয়েড মেওয়েদার (১১.৫ মিলিয়ন)এমআর/পিআর

Advertisement