করোনাভাইরাসে মৃত্যুর ঘটনায় ইতালিকে ছাপিয়ে গেছে এই মুহূর্তে মহামারির অন্যতম হটস্পট মেক্সিকো। মোট মৃত্যুর হিসাবে বিশ্বের মধ্যে চতুর্থ অবস্থানে উঠে এসেছে তারা। করোনায় মেক্সিকোর চেয়ে বেশি মানুষ মারা গেছে একমাত্র যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও যুক্তরাজ্যে। মেক্সিকোর স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, রোববার দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ২৭৬ জন, ফলে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৪ জন। ইতালিতে করোনায় মারা গেছেন মোট ৩৪ হাজার ৭৫৪ জন। তবে ইউরোপের এ দেশটিতে মহামারির প্রকোপ অনেকটাই কমে এসেছে। ফলে দেখতে দেখতেই ইতালির চেয়ে বড় মৃত্যুপুরী হয়ে উঠেছে মেক্সিকো।
Advertisement
লাতিন আমেরিকার দেশটিতে একদিনে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ৪৮২ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯৯ হাজার ৭৫০ জন।
মেক্সিকোয় করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়লেও সেখানকার প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের দাবি, তার দেশে মহামারির তীব্রতা অনেকটাই কমে এসেছে। বরং, আক্রান্তের সংখ্যা দেখিয়ে মানুষকে উদ্বিগ্ন করায় কথিত ‘সংরক্ষণশীল মিডিয়া’কে দায়ী করেছেন তিনি।
এছাড়া, মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ ওঠা উপ-স্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ-গ্যাটেলের পক্ষেও সাফাই গেয়েছেন মেক্সিকান প্রেসিডেন্ট।
Advertisement
তবে মেক্সিকোর সাবেক স্বাস্থ্যমন্ত্রী সলোমন চার্তোরিভস্কি বলেছেন, মহামারি নিয়ন্ত্রণে আসার আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছানোর আগেই অর্থনৈতিক কার্যক্রম চালু করে দিয়েছে মেক্সিকোর বর্তমান সরকার। তার মতে, দেশটিতে করোনার লাগাম টেনে ধরতে হলে আবারও লকডাউনের প্রয়োজন হতে পারে।
সূত্র: ফ্রান্স২৪
কেএএ/পিআর
Advertisement