জাতীয়

ডিসি মিজানুরের জানাজা সম্পন্ন, দাফন রায়েরবাজারে

করোনাযুদ্ধে জীবন উৎসর্গকারী চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মিজানুর রহমানের জানাজা সম্পন্ন হয়েছে।

Advertisement

সোমবার (১৩ জুলাই) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে তার জানাজা সম্পন্ন হয়। দুপুরে রায়েরবাজারের কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে রোববার (১২ জুলাই) মধ্যরাতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডিসি মিজানুর রহমান।

গত ২৩ জুন তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। উন্নত চিকিৎসার জন্য তিনি গত ২৮ জুন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন।

Advertisement

মিজানুর রহমান ১৯৭৩ সালে শরীয়তপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিসিএস (পুলিশ) ক্যাডারের ২২তম ব্যাচের এ কর্মকর্তা ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

এআর/এসআর/জেআইএম

Advertisement