ধর্ম

কালেমার যে আমল করতে বলেছেন বিশ্বনবি

আমলের অগ্রগামিতার জন্য মুমিন মুসলমান অনেক আমল করেন থাকেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুমিন মুসলমানের জন্য এসব আমল করার নসিহত পেশ করেছেন। দুনিয়া ও পরকালের কল্যাণে হাদিসের নির্দেশনা অনুযায়ী মুমিন মুসলমান এসব আমল করে থাকে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালেমার বিশেষ আমল ঘোষণা করেছেন। হাদিসে এসেছে-

Advertisement

হজরত তামিম দারি রাদিয়অল্লাহ আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি (এ) কালেমার সাক্ষ্যটি ১০বার বলবে-

اَشهَدُ اَن لَا اِلهَ اِللهُ وَحدَه لَا شَرِیكَ لَه اِلهًا وَاحِدًا أحدا صَمَدًا لَم یَتَّخِذ صَاحِبَةً ولَا وَلَدًا وَلَم یَکُن لَّه کُفُوًا اَحَدٌ

উচ্চারণ : 'আশহাদু আল্লাইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু লা শারিকা লাহু, ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান, লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান; ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ।'

Advertisement

অর্থ : 'আমি স্বাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতিত আর কোনো উপাস্য নেই। তিনি একক, তার কোনো শরিক নেই। একক উপাস্য, একাই, অমুখাপেক্ষী, তার স্ত্রী-সন্তান নেই। তার সমকক্ষও কেউ নেই।'

আল্লাহ তাআলা তাঁর আমল নামায় ৪০ লাখ নেকি লিখে দেবেন।' সুবহানাল্লাহ! (মুসনাদে আহমাদ, তিরমিজি, তাবরানি)

মুমিন মুসলমানের উচিত বেশি বেশি নেক বা পূণ্যের কাজ করা। আর তাতে অনেক নেকি লাভ হয়। ছোট ছোট সহজ আমলে যেন বেশি নেকি লাভ করা যায়, সে জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকে সহজ ও ছোট ছোট অনেক আমলের কথা বলেছেন। যার মধ্যে এটিও একটি।

তাই হাদিসের কোনো কোনো বর্ণনায় প্রতিদিন সকালে (ফজর) নামাজের পর এ আমল করার কথা এসেছে। যাতে রয়েছে মহান প্রভুর একত্ববাদের ঘোষণা। আর তাতে আল্লাহ তাআলা বান্দাকে ৪০ লাখ নেকি দান করেন বলেন ঘোষণা দিয়েছে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

Advertisement

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে একত্ববাদের ঘোষণায় অল্প কথার সহজ আমলটি প্রতিদিন সকালে (ফজর) নামাজের পর ১০ বার পড়ার তাওফিক দান করুন। নেক আমল করার মাধ্যমে দুনিয়াতে নেক হায়াত লাভ করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম