বিপিএলে সাকিব-সৌম্যদের দল রংপুর রাইডার্সের হেড কোচের দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের সাবেক কোচ শেন জার্গেনসেন। রংপুর রাইডার্স সহকারী কোচ হিসেবে ইতিমধ্যে নিশ্চিত করেছে বাংলাদেশের প্রথম টেস্ট এবং ওয়ানডের প্রথম শততম উইকেট শিকারী বাঁ হাতি স্পিনার মোহাম্মদ রফিককে। কয়েকটি ফ্র্যাঞ্চাইজি এরই মধ্যে প্রধান কোচ হিসেবে বিদেশিদের সঙ্গে চুক্তি করে ফেলেছে। যেমন, ঢাকা ডিনামাইটসে কোচিং করাবেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জ্যাকব ওরাম। সিলেট রয়্যালসে কোচ হিসেবে দেখা যাবে শ্রীলংকার সাবেক ইংলিশ কোচ গ্রাহাম ফোর্ডকে। যারা করেনি, তাদেরও প্রথম পছন্দ বিদেশি কোন কোচ।বিপিএলের তৃতীয় আসরে সাকিব আল হাসান ও সৌম্য সরকারের মতো ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা। বাইরের দেশের তারকা ক্রিকেটারদের মধ্যে তিলকারত্নে দিলশান, ড্যারেন স্যামি, ওয়াহাব রিয়াজ, থিসারা পেরেরার মতো নামিদামি খেলোয়াড়রাও তাদের হয়ে মাঠে নামবেন। সব মিলিয়ে রংপুর রাইডার্স বিপিএলের তৃতীয় আসর শুরু হওয়ার আগে কাগজে-কলমে বেশ সমীহ আদায় করে নেওয়া দলে পরিণত হয়েছে।এমআর/পিআর
Advertisement