টাঙ্গাইলের মির্জাপুরে করোনা আক্রান্ত হয়ে প্রকাশ কর্মকার দুলু নামে আরেকজনের মৃত্যু হয়েছে। তিনি মির্জাপুর পৌরসভা এলাকার সাত নম্বর ওয়ার্ডের সরিষাদাইড় গ্রামের সুরেষ কর্মকারের ছেলে। সোমবার সকালে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
Advertisement
জানা গেছে, প্রকাশ কর্মকার দুলুর করোনা উপসর্গ দেখা দিলে প্রায় ২০ দিন আগে নমুনা দেন। পরে তার করোনা শনাক্ত হলে ১৫ দিন আগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয় বলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম জানিয়েছেন।
এদিকে মির্জাপুরে নতুন করে আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে বলে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম জানিয়েছেন। এ নিয়ে মির্জাপুরে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২৮ জন। এর মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১২৫ জন।
Advertisement
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক জানান, নতুন আক্রান্তদের বাড়ি লকডাউনের প্রক্রিয়া চলছে। এছাড়া করোনায় মারা যাওয়া ব্যক্তিকে স্বাস্থ্যবিধি মেনে সৎকার করা হবে।
এস এম এরশাদ/এফএ/জেআইএম