সিলেট জেলায় নতুন করে আরও ৫৫ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (১২ জুলাই) জেলার করোনা পরীক্ষার দুই ল্যাব সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
Advertisement
এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল জেলার ৩০ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট জেলার ২৫ জনের করোনা শনাক্ত হয়। ফলে একদিনে মোট ৫৫ জনের করোনা শনাক্ত হলো।
তবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে সিলেটের ৩০ জনসহ মোট ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে এদিন। এ বিষয়ে হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, রোববার করোনা শনাক্ত ৩৪ জনের মধ্যে ৪ জন চিকিৎসক রয়েছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৩০ জন। বাকিদের একজন গাইবান্ধার, একজন হবিগঞ্জের, একজন সুনামগঞ্জের ও আরেকজনের বাড়ি মৌলভীবাজারের জুড়ীতে। সিলেটের ৩০ জনের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলায় ২৬ জন, দক্ষিণ সুরমা, বিশ্বনাথে, ফেঞ্চুগঞ্জে এবং গোয়াইনঘাটে উপজেলায় একজন করে আক্রান্ত হয়েছেন।
এছাড়া রোববার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় মোট ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবিপ্রবির ল্যাবে রোববার ১৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ২৫ জন সিলেট জেলার এবং ৯ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৯৫ জনে এবং সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্ত দাঁড়াল এক হাজার ১৭৯ জনে।
Advertisement
এদিকে, সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ২ জন, সুনামগঞ্জের একজন এবং মৌলভীবাজার জেলার একজন রয়েছেন। এ নিয়ে পুরো বিভাগে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১০১ জন। নিহতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭৮ জন, সুনামগঞ্জে ৯জন, মৌলভীবাজারে ৮জন এবং হবিগঞ্জ জেলায় ৬জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রোববার দুপুর পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৮৬৪ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩ হাজার ১২৫ জন, সুনামগঞ্জে এক হাজার ১৮৪ জন, হবিগঞ্জে ৯০০ জন ও মৌলভীবাজারের ৬৫৮ জন রয়েছেন।
এ বিভাগে ২ হাজার ২৩৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৬৬৭ জন, সুনামগঞ্জের ৮২১ জন, হবিগঞ্জের ৩৮৪ জন ও মৌলভীবাজার জেলার ৩৬৪ জন। করোনা আক্রান্ত ২৩৪ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১০৩ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৪০ জন, হবিগঞ্জের হাসপাতালে ৬৪ জন ও মৌলভীবাজারে ২৭ জন।
ছামির মাহমুদ/এফআর
Advertisement