সৌদি আরবে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলের নাজরান শহরের আল-মাশহাদ মসজিদে এ ঘটনা ঘটে।সৌদি আরবের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন আল আরাবিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে।আল মাশহাদ মসজিদে মাগরিবের নামাজের সময় ওই হামলা সংঘটিত হয়। ঘটনার পর তদন্ত শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে হামলার দায় কেউ স্বীকার না করলেও আইএস ওই হামলা চালাতে পারে ধারণা করা হচ্ছে।সৌদি আরবের দৈনিক আল ওয়াতান পত্রিকার এক ভিডিওতে দেখা যায়, ঘটনার পরপর মুসল্লিরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করছেন। এ সময় পুরো এলাকা ধুলোয় আচ্ছাদিত হয়ে যায়। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেশটির স্থানীয় নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত এক মসজিদে গত ৬ আগস্ট এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়। এক বিবৃতিতে ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট।জেডএইচ/পিআর
Advertisement