করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৪৭ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৩৫২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১১ জন নারী। এ পর্যন্ত ১ হাজার ৮৬০ পুরুষ ও ৪৯২ জন নারী মৃত্যুরবণ করেছেন। শতকরা হারে ৭৯ দশমিক ০৮ শতাংশ পুরুষ এবং ২০ দশমিক ৯২ শতাংশ নারী করোনায় মারা গেছেন।
Advertisement
রোববার (১২ জুলাই) দুপুরে করোনাভাইরাস বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি আরও জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১১ হাজার ২১০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৫৯টি নমুনা। এ নিয়ে দেশে মোট ৯ লাখ ৪০ হাজার ৫২৪টি নমুনা পরীক্ষা করা হলো। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৬৬৬ জন। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৮৩ হাজার ৭৯৫ জনে।
ডা. নাসিমা সুলতানা জানান, আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৩৫২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও পাঁচ হাজার ৫৮০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৯৩ হাজার ৬১৪ জনে।
Advertisement
পিডি/এমএসএইচ/এমকেএইচ