ফিচার

রাশিফল : ২৭ অক্টোবর ২০১৫

মিথুন : যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন। কাজ কর্মে উত্সাহ পাবেন।মেষ : দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। সামাজিক কাজ কর্মে অংশ নিতে পারেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে জয় করার চেষ্টা করুন। মন ভালো থাকবে।বৃষ : পাওনা টাকা আদায় হতে পারে। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। জ্ঞানার্জনের প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হবে।কর্কট : আবেগ সংযত রাখার  চেষ্টা করুন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। বন্ধুদের সহযোগিতা পাবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। উত্তেজনা ক্ষতিকর হতে পারে।সিংহ : শিল্পী সাহিত্যিকদের জন্য সময় অনুকূল থাকবে। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। ভালো লাগার মানুষটির কাছে নিজের মনোভাব স্পষ্ট করে তোলার চেষ্টা করুন।কন্যা : সীমালঙ্ঘনের চেষ্টা না করলেই ভালো করবেন। শরীর অসুস্থ হতে পারে। খাওয়া দাওয়ায় সতর্ক থাকার চেষ্টা করুন। দায়িত্ব পালনে অবহেলা করা ঠিক হবে না।তুলা : দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ভুল বুঝাবুঝি কিছু থাকলে তার অবসান হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। কোনো ধরনের বিবাদে জড়ানো ঠিক হবে না।বৃশ্চিক : জৈবিক অনুভূতিকে সংযত রাখতে পারলে ভালো করবেন। অন্যথায় দুর্নামের সম্মুখীন হতে পারেন। ওয়ারিশ সূত্রে কোনো সম্পত্তি পেতে পারেন। হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। রোগ ব্যাধিকে অবহেলা করা ঠিক হবে না।ধনু : সামাজিক মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। তীর্থ যাত্রা ফলপ্রসূ হতে পারে। উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পেশাগত ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে।মীন : গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। শরীর সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।মকর : সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। তাতে প্রত্যাশিত সাফল্য আসতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।কুম্ভ : আয় উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। মনের গভীরে লালিত কোনো প্রত্যাশা পূর্ণতা পেতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।এআরএস/পিআর

Advertisement