১৫২৬ খ্রিস্টাব্দের এইদিনে মোগল সম্রাট বাবরের দিল্লির সিংহাসনে আরোহন।১৭২৮ খ্রিস্টাব্দের এইদিনে ইংরেজ পরিব্রাজক জেমস কুকের জন্ম ।১৭৭৫ খ্রিস্টাব্দের এইদিনে কন্টিনেন্টাল কংগ্রেস কর্তৃক ইউনাইটেড স্টেটস নেভী প্রতিষ্ঠিত।১৭৯৮ খ্রিস্টাব্দের এইদিনে ফরাসি সেনাবাহিনী আয়ারল্যান্ড দখলের ব্যর্থ চেষ্টা চালায়।১৮১১ খ্রিস্টাব্দের এইদিনে মার্কিন শিল্পপতি, সিঙ্গার কর্পোরেশনের প্রতিষ্ঠাতা আইজ্যাক সিঙ্গারের জন্ম।১৯৫৮ খ্রিস্টাব্দের এইদিনে প্রেসিডেন্ট জেনারেল ইস্কান্দর মির্জাকে অপসারণ করে জেনারেল আইয়ুব খানের নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা।১৮৫৮ খ্রিস্টাব্দের এইদিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৬তম রাষ্ট্রপতি থিওডোর রুজভেল্ট-এর জন্ম ।১৯০১ খ্রিস্টাব্দের এইদিনে প্রখ্যাত বাংলা লোকসঙ্গীত গায়ক আব্বাসউদ্দিনের জন্ম।১৯৮৬ খ্রিস্টাব্দের এইদিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ।১৯২০ খ্রিস্টাব্দের এইদিনে ভারতীয় রাজনীতিবিদ, ১০ম রাষ্ট্রপতি কে. আর. নারায়ানান-এর জন্ম ।১৯৪৭ খ্রিস্টাব্দের এইদিনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর জন্ম।এইচআর/পিআর
Advertisement