জাতীয়

আন্তর্জাতিক বৌদ্ধ ঐতিহ্য ও পর্যটন সম্মেলন শুরু আজ

দুদিনব্যাপি আন্তর্জাতিক বৌদ্ধ ঐতিহ্য ও পর্যটন সম্মেলন শুরু হচ্ছে আজ থেকে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং জাতিসংঘ পর্যটন সংস্থা (ইউএনডব্লিউটিও) এ সম্মেলনের আয়োজন করছে।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইউএনডব্লিউটিওর মহাসচিব তালিব রিফাই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভাষণ দেবেন। সম্মেলনে যোগ দিতে ভারত, ভুটান, নেপাল, মায়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, চীন, সিঙ্গাপুর, কোরিয়া, আফগানিস্তানসহ ১৩টি দেশের মন্ত্রী ও কর্মকর্তারা ঢাকায় পৌঁছেছেন।সূত্রটি বলছে, এ সম্মেলন বিশ্বকে বাংলাদেশ সম্পর্কে নতুন ধারণা দেবে। বাংলাদেশের বৌদ্ধ পুরাকীর্তি, স্থাপত্য, ঐতিহাসিক নিদর্শন, সাংস্কৃতিক ঐতিহ্য এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের বৌদ্ধ নিদর্শনগুলো সম্মেলনে তুলে ধরা হবে। সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পর্যটন বর্ষ-২০১৬ ঘোষণা করবেন।উল্লেখ্য, পাহাড়পুর, ময়নামতিসহ বাংলাদেশে অন্তত ৫০০ বৌদ্ধ স্থাপনা আছে। মহাস্থানগড়ের বসুবিহার, রাজশাহীর সোমপুর বিহার, কুমিল্লার শালবন বিহার, চট্টগ্রামের পণ্ডিত বিহার, ঢাকার বিক্রমশিলা বিহার উল্লেখযোগ্য।বিএ

Advertisement