নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে যশোর বিমানবন্দরেও। সোমবার বিকেল থেকে নিষিদ্ধ করা হয়েছে বিমানবন্দরের প্যাসেঞ্জার লাউঞ্জে দর্শণার্থী প্রবেশ। সেখানে যাত্রীর ল্যাগেজ তল্লাশির ক্ষেত্রেও কড়াকড়ি বাড়ানো হয়েছে।বিমানবন্দরের মূলফটকে স্ক্যানার মেশিনে ব্যাগ তল্লাশির পর আরো দু’দফা ল্যাগেজ তল্লাশি করছেন সিভিল অ্যাভিয়েশনের নিরাপত্তা কর্মীরা।একটি বেসরকারি এয়ারাইন্সের কর্মকর্তা জানান, সরকারি কর্তৃপক্ষের নির্দেশে তারা তল্লাশির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন পার্সেল পন্যের।এদিকে সন্ধ্যায় যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানসহ পুলিশ ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দর পরিদর্শন করেন। এসময় পুলিশ সুপার বিমানবন্দর কর্তৃপক্ষ ও এয়ারলাইন্স কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।সিভিল অ্যাভিয়েশনের যশোর এয়ারপোর্ট ম্যানেজার আলমগীর পাঠান বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, যশোর বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে রেড অ্যালার্ট জারির খবরটি সঠিক নয়।মিলন রহমান/বিএ
Advertisement