খেলাধুলা

আমি এখন প্রো লাইসেন্সধারী কোচ : জেমি ডে

জাতীয় ফুটবল দলের ডাগআউটে দাঁড়াতে হলে তার প্রো লাইসেন্স সনদ থাকতেই হবে-দুই বছর আগে ফিফা এ নিয়ম বেঁধে দেয়ার পর থেকেই কোর্স শুরু করেছিলেন জেমি ডে। কোর্সের কারণেই তাকে মাঝে মধ্যে ইংল্যান্ড যেতে হয়েছিল। অবশেষে বাংলাদেশ কোচের সব প্রচেষ্টা সফল হয়েছে। শনিবার রাতে তিনি লন্ডন থেকে জাগো নিউজকে বলেছেন, ‘আমি এখন প্রো লাইসেন্সধারী কোচ।’

Advertisement

প্রো লাইসেন্স পরীক্ষায় পাস করার খবরটা তিনি একদিন আগেই পেয়েছেন। কোর্সের শেষ পরীক্ষাটা দিতে হয়েছে গত সপ্তাহে। তবে ফিজিক্যালি নয়। করোনার কারণে শেষ সপ্তাহের পরীক্ষা তাকে দিতে হয়েছে জুমের মাধ্যমে।

২০১৮ সাল থেকে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন এই ব্রিটিশ। দুই বছর শেষ হওয়ার পর নতুন করে আরো দুই বছরের জন্য বাংলাদেশে ফুটবল ফেডারেশনের সাথে চুক্তি করেছেন জেমি। আগামী মাসের মাঝামাঝিতে ঢাকায় আসবেন। তার নতুন দুই বছরের দায়িত্বকাল শুরু হবে ১৬ আগস্ট থেকে।

নতুন দুই বছরের দায়িত্বের শুরুতেই জেমির সামনে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাকি চার ম্যাচ। অক্টোবর ও নভেম্বরে বাংলাদেশ খেলবে আফগানিস্তান, কাতার, ভারত ও ওমানের বিরুদ্ধে ফিরতি ম্যাচ।

Advertisement

আরআই/এমএমআর/জেআইএম